chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বিমান বন্দরে সিগারেটের প্যাকেট মিললো ৭০ লাখ টাকার স্বর্ণ 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে লুকায়িত অবস্থায় ১ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

১০ মে রাত সাড়ে ৯ টায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে এ স্বর্ণগুলো উদ্ধার হয়।

এনএসআই সূত্র জানায়, আন্তর্জাতিক আগমনী ১ নং কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের কমোডের পাশের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায়
৭ টি স্বর্ণবার (২৪ ক্যারেট, প্রায় ১ কেজি) উদ্ধার করা হয়। যেগুলো একটি সিগারেটের প্যাকেটের ভেতরে লুকায়িত ছিল।
স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯-৫২০ যোগে চট্টগ্রাম বিমানবন্দরে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য
৭০ লক্ষ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় এর মাধ্যমে বাংলাদেশ সরকার উদ্ধারকৃত স্বর্ণের মূল্যের পুরোটাই রাজস্ব আয় করে।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর