chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে পোশাক রফতানির আড়ালে সেমাই চাল মসলা পাচারের চেষ্টা

চট্টগ্রামে পোশাক রপ্তানি চালানের ভেতরে চাল, গুঁড়া মশলাসহ বিভিন্ন পণ্য পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি ওসিএল ডিপো শেপল রপ্তানি চালান শুল্কায়নের সময় চাল ও মসলার সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার রাতে ওসিএল ডিপোতে ২২ কার্টনের তৈরি পোশাকের রপ্তানি চালানের একটি কার্টন খুললে ৫ কেজি ওজনের এক প্যাকেট চাল পাওয়া গেছে। আজ বাকি ২১ কার্টন চালানের পরীক্ষা শেষ হয়েছে। এসময় কিছু কিছু কার্টনে চালের পাশাপাশি মশলার প্যাকেটও পাওয়া গেছে।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি বলেন, ওই রপ্তানি চালানের ২২ কার্টনের সবগুলোতেই বাড়তি পণ্য পাওয়া যায়নি। কিছু কিছু কার্টনে চাল, মশলাসহ বিভিন্ন পণ্য পাওয়া গেছে। ইনভেন্ট্রির কাজ চলমান রয়েছে। আগামীকাল বিস্তারিত বলা যাবে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর