chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুঁজিবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সব কটি সূচকের মান। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও; কমেছে সিএসইতে।

শেয়ারবাজার সিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৯ কোটি ৮৪ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩ কোটি ৬৫ লাখ টাকা।

সিএসইতে এদিন কমেছে সব কটি সূচকের মানও। সিএএসপিআই সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৬ দশমিক ৪০ পয়েন্টে ও ১১ হাজার ১০৫ দশমিক ৪৮ পয়েন্টে।

এ ছাড়া সিএসই-৫০ সূচক কমেছে শূন্য দশমিক ৮৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩০৫ দশমিক ৫৭ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৯ দশমিক ৬৬ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৪ দশমিক ১১ পয়েন্টে ও ১ হাজার ১৬৯ দশমিক ৯৩ পয়েন্টে।

সিএসইতে ১৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৪৯টি ও অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ার দর।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর