chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাঁচ বছরের সাজা এড়াতে ৩৯ বছর পলাতক

বাবা ও বোনের সঙ্গে তর্কে জড়ানোর পর এক স্থানীয় বাসিন্দাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ওই ব্যক্তির কান কেটে ফেলেন। ঘটনার পর পরই ধারালো কিরিচি নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

ভুক্তভোগী পরিবারের মামলার পর তাকে আদালতে পাঠানো হয়। এর কিছুদিন পর তিনি জামিয়ে বেরিয়ে আসেন। এরপর আত্মগোপনে চলে যায়। ওই মামলায় তার বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। নেই সাজা থেকে বাঁচতে ৩৯ বছর পালিয়ে ছিলেন। দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়েছেন তিনি।

তিনি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস শুক্কুর খানের ছেলে বলে জানা যায়। বুধবার (৩১মে) তাকে আদালতে সোর্পদ করা হবে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল হারুন। এর আগে গতকাল রাতে উপজেলা পৌরসভার ছিটিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আরকে/

এই বিভাগের আরও খবর