chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিলো ২১ জেলে,১০ দিন পর জীবিত উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভাসতে থাকা মাছ ধরার ট্রলারের ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড কক্সবাজার অফিস জানিয়েছে, সাগরে ইঞ্জিন বিকল হয়ে ১০ দিন ধরে এফবি জুনায়েদ নামের একটি ফিশিং ট্রলারের ২১ জন জেলে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একাধিক যান ও জাহাজ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে বুধবার দুপুরে ২১ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়েছে।

এ ছাড়া ট্রলারটিসহ ২১ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড কক্সবাজার কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে বুধবার বিকেলে ব্রিফিংয়ের কথা জানিয়েছে কোস্টগার্ড।

 

চখ/জুইম

এই বিভাগের আরও খবর