chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ১০ টন জাটকা জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অভিযান চালিয়ে ১০ টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। একই সঙ্গে জাটকা পরিবহনের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৮ মে) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএম স্কুল সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমান করেন।

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন। গোয়েন্দা পুলিশ ও জেলা মৎস্য অফিসারের কর্মকর্তারা অভিযানে সহায়তা করে।

জানতে চাইলে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, মো. ইদ্রিস (৫০) নামে ওই ব্যক্তি নগরের ফিশারী ঘাট ও দোভাস ঘাট থেকে জাটকা ইলিশ সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে নিয়ে বাজারে যাচ্ছিলেন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরকে/

এই বিভাগের আরও খবর