chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ৫ হাজার

সারাদেশে আগামী ৩০ এপ্রিল তারিখ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা-২৩। আসন্ন এ পরীক্ষা উপলক্ষে কন্ট্রোল রুম চালু করলো চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

সোমবার( ২৪ এপ্রিল) বিষয়টি চট্টলা খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ।

তিনি বলেন, সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা-২৩ অনুষ্ঠিত হবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরে চট্টগ্রামে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন অংশগ্রহণ করবেন। গত বছর ছিলো ১ লাখ ৪৯ হাজার ৭১২ জন।

চলতি বছরে চট্টগ্রামে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন অংশগ্রহণ করবেন। মানবিকে ৫৯ হাজার ৫৩৩ জন, ব্যবসা শিক্ষায় ৬১ হাজার ২০৪ জন, বিজ্ঞানে ৩৪ হাজার ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।

যা গত বছর ছিলো ১ লাখ ৪৯ হাজার ৭১২ জন। মানবিকে ৫৯ হাজার ১৩৭ জন, ব্যবসা শিক্ষায় ৬০ হাজার ২০৪ জন এবং বিজ্ঞান বিভাগে ৩০ হাজার ৩৭১ জন।

এবার মোট ১ হাজার ১০৭ টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। চট্টগ্রাম বিভাগে মোট কেন্দ্র থাকবে ২১৬টি।

 

এই বিভাগের আরও খবর