chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আক্রান্ত ৪ হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে একদিনে নতুন করে আরো ১৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬২ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শনিবার (৬ জুন) চট্টগ্রামের তিনটি ল্যাব বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৫২৩ টি নমুনা পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন বলেন, বিআইটিআইডিতে ২৩৬টি, চমেকে ১১৮টি এবং সিভাসুতে ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যথাক্রমে ৫২, ৩৭ ও ৬৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ টি নমুনা পরীক্ষা করে ২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এদিকে, শনিবার করোনায় আক্রান্ত হয়ে লীলা রানী ধর এবং মো. ফরহাদ নামে দুইজন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে লীলা রানী ধর চমেক হাসপাতালে এবং ফরহাদ জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এছাড়া করোনা উপসর্গ দিয়ে আরও চার জনের মৃত্যু হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৫ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৭ জন।

এই বিভাগের আরও খবর