chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাটা হবে ৫ মার্ক

আবেদন শুরু ৩০ মার্চ  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ৩০ মার্চ থেকে। আবেদন করা যাবে ১২ এপ্রিল পর্যন্ত। সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের ৫ মার্ক কেটে রেখে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

মঙ্গলবার(২৮মার্চ) সকালে ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ইউনিটভিত্তিক ভর্তির যোগ্যতা চবির ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে৷ এমসিকিউ ১০০ নম্বর ও জিপিএ ২০ নম্বরের সমন্বয়ে মোট ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারও, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এই বিভাগের আরও খবর