chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামে বাঁশখালীতে ২০ বছর ঘটে যাওয়া একটি হত্যা মামলার পলাতক আসামি আমিনুল হক প্রকাশ আমিলিক্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন

মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সাধনপুর এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমিনুল হক একই উপজেলার পশ্চিম ডোংরা ইউনিয়নের অছি উদ্দিনের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই আসামি আত্মগোপনে ছিল।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের তেজেন্দ্র লাল শীল এর ঘরের দরজার বাহির থেকে তালা দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে নারী-শিশুসহ ১১ জন পুড়ি মারা যান। আগুনে তেজেন্দ্র লাল শীল (৭০), তার স্ত্রী বকুল শীল (৬০), ছেলে অনিল শীল (৪০), অনিলের স্ত্রী স্মৃতি শীল (৩২), অনিলের তিন সন্তান রুমি শীল (১২), সোনিয়া শীল (৭) ও চার দিন বয়সী কার্তিক শীল, তেজেন্দ্র শীলের ভাইয়ের মেয়ে বাবুটি শীল (২৫), প্রসাদি শীল (১৭), অ্যানি শীল (৭) এবং কক্সবাজার থেকে বেড়াতে আসা আত্মীয় দেবেন্দ্র শীল (৭২) মারা যান।

বর্তমানে চাঞ্চল্যকর ১১ জন হত্যা মামলাটি চট্টগ্রাম বিজ্ঞ জেলা ও দায়রা জজ ৩য় আদালতে বিচারাধীন রয়েছে।

আরকে/

এই বিভাগের আরও খবর