chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো ৫ জোড়া নতুন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছে এক জোড়া সিংহ ও চার জোড়া ওয়াইল্ড বিস্ট। দক্ষিণ আফ্রিকা থেকে এই প্রাণীগুলো গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছেছে।

প্রাণীগুলো এখন সঙ্গনিরোধ অবস্থায় (কোয়ারেন্টিন) রাখা হয়েছে। এভাবে প্রাণীগুলোকে ১৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সময় প্রাণীগুলোর দেখভাল করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

চট্টগ্রাম চিড়িয়াখানার উপকিউরেটর শাহদাত হোসেন বলেন, ১৫ দিনের কোয়ারেন্টিন শেষ হলে সুস্থ থাকা সাপেক্ষে ২টি সিংহ ও ৮টি ওয়াইল্ড বিস্টকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

শাহদাত হোসেন আরও বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে এক জোড়া সিংহ এবং ওয়াইল্ড বিস্ট আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিসহ নানা কারণে এ প্রক্রিয়া শেষ করতে অনেকটা দেরি হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা থেকে আনা সিংহ দুটির বয়স ১০ মাস। একটি পুরুষ ও অপরটি মেয়ে সিংহ।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ‘নোভা’ নামের একটি মেয়ে সিংহ রয়েছে। নোভা বয়সের ভারে ন্যুব্জ। প্রাণীটির সঙ্গী ‘বাদশাহ’ নামের সিংহটি দুই মাস আগে মারা যায়।

এই বিভাগের আরও খবর