chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ১৬টি অজগর বাচ্চার জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে অজগরের আরও ১৬ টি বাচ্চার জন্ম হয়েছে। এনিয়ে চতুর্থ বারের মত কৃত্রিম উপায়ে বাচ্চা ফুটেছে অজগরের।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা: শাহাদাত হোসেন শুভ জানান, গত ১৯ এপ্রিল ২২ টি ডিম হাতে তৈরি ইনকিউবেটরে বসানো হয়। এর প্রায় ৬০-৬৫ দিনের মধ্যে মোট ১৬ টি বাচ্চা জন্ম নেয়।

এই বাচ্চাগুলো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলেই চট্টগ্রামের জেলা প্রশাসকের অনুমতিক্রমে চট্টগ্রামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

এর আগে ২০১৯ সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৫ টি, ২০২১ সালে ২৮ টি ও ২০২২ সালে ১১ টি সহ মোট ৬৪ টি অজগরের বাচ্চা ফুটানো হয়, যা তিন দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছিলো।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর