chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দোতালায় পুরোনো প্রশাসনিক কার্যালয়ে যাচ্ছে মনোরোগ বিদ্যা বিভাগ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ফটকের পাশে মনোরোগ বিদ্যা বিভাগটি রয়েছে। সেটি দোতালায় পুরোনো প্রশাসনিক কার্যালয়ে স্থানান্তর করা হচ্ছে।

বৃহস্পতিবার(৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. পঞ্চানন আচার্য।

তিনি চট্টলার খবরকে বলেন, আজকালের মধ্যে আমরা দোতালায় স্থানান্তর হবো। গত মাসের এ সংক্রান্ত চিঠি হাতে পায়। তবে আমাদের আরো আগে স্থানান্তর হওয়ার কথা ছিলো। চলতি বছরের জানুয়ারিতে আমাদের সেখানে শিফট হওয়ার কথা ছিলো। কিন্ত প্রস্ততির পর্ব শেষ করেতে দেরি হলো।

নতুন স্থানে রোগীদের সুবিধার প্রসঙ্গে তিনি বলেন, নতুন ওয়ার্ডে শয্যা সংখ্যাও বাড়ছে না। আগের ২৩ শয্যাই থাকবে। তবে ওয়ার্ডে ফ্লোর টাইলস লাগানো এবং শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা রাখা হয়েছে। একটি ভালো পরিবেশে রোগীরা সেবা নিতে পারবেন।

এ প্রসঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘মনোরোগ বিভাগটিতে পর্যাপ্ত আলো বাতাস ছিলোনা। পুরোনো প্রশাসনিক কার্যালয়ের ব্লকটিও খালি পড়ে রয়েছে। তাই আমরা সেখানে মনোরোগ বিভাগটি স্থানান্তর করছি। সুন্দর পরিবেশে রোগীরা চিকিৎসা সেবা পাবেন।’

 

 

এই বিভাগের আরও খবর