chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ্রুত অনুশীলনে ফিরতে চায় ভারত

শ্রীলঙ্কা ১৩ সদস্যের দল নিয়ে অনুশীলন শুরু করেছে ভারতের সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে। তবে ভারত এখনো সবুজ সংকেত দেয়নি। এই সিরিজের পরেই আছে বাংলাদেশের সঙ্গে সিরিজ।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কোনো সংকেত পাওয়া না গেলেও দেশটির ক্রিকেট বোর্ড পরিকল্পনা সাজাচ্ছে দ্রুতই অনুশীলন শুরুর। সব ঠিক থাকলে চলতি জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে অনুশীলন।

এনিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, মেডিক্যাল বোর্ড থেকে ১০০ ভাগ নিশ্চয়তা পেলেই আমরা অনুশীলনে নামতে পারব। এর আগে না। তবে বিভিন্ন রাজ্যের দিকেও নজর রাখছি আমরা। অবস্থা বুঝেই ব্যবস্থা নিবে বোর্ড।

এদিকে আইপিএল স্থগিত হয়ে আছে করোনাভাইরাসের প্রকোপের কারণে। দেশজুড়ে লক-ডাউন পরিস্থিতি বিদ্যমান রয়েছে এখনও।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডও তাকিয়ে আইসিসির দিকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি পিছিয়ে যায় তবে আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হতে পারে ওই সময়ে।

এই বিভাগের আরও খবর