chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘শিগগির দুর্বল হচ্ছে না করোনা’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক মাইকেল রায়ান বলেছেন, করোনাভাইরাস খুব শিগগির দুর্বল হয়ে পড়বে বলে মনে হচ্ছে না। এটি এখনও শক্তিশালী।

সোমবার (১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ইতালির মিলানে সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলোর জানান যে, করোনাভাইরাস দুর্বল হয়ে পড়ছে। ক্লিনিক্যালি এ ভাইরাস আর এখন ইতালিতে নেই। তার এই মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ মন্তব্য করা হলো।

মাইকেল রায়ান বলেন, অনেক বেশি পরীক্ষার ফলে এখন হয়ত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে। এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন।

এদিকে ইতালিতে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ হাজার ৪৭৫ জন। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৫৫ জন।