chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাচারকালে ৩ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার, গাড়ী জব্দ

কাপ্তাই উপজেলার রাইখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার সেগুন কাঠসহ কাঠ পাচারে ব্যবহৃত একটি চাঁদের গাড়ী জব্দ করা হয়েছে।

শনিবার মধ্যরাত দেড়টার সময় রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া সিদ্ধারঘোনাস্থ মারমা পাড়া এলাকায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও চন্দ্রঘোনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।

অভিযানে নের্তৃত্ব দেওয়া রাইখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মূল্যবান সেগুন কাঠ পাচারের গোপন তথ্য পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশের সহায়তায় অভিযানে নামে বন বিভাগের টিম।

অভিযানে সিদ্ধার ঘোনা মারমাপাড়া এলাকা থেকে প্রায় ৩ লাখ টাকার রসগুন কাঠ ও রদ্দা জব্দ করে বাঙ্গালহালিয়া বিটকাম চেক পোস্টে রাখা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন অভিযানে অংশ নেওয়া চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, কাঠ পাচারে ব্যবহৃত চাঁদের গাড়িটি থানায় আনা হয়। ওই গাড়ির সূত্র ধরে পাচারকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর