chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা

মিরসরাইয়ে রাতের আধারে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোজাহের হোসেন চৌধুরী সোহেল নামে এক ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার মিরসরাই সদর ৯নং ইউনিয়নের তালবাড়িয়া রেললাইন এলাকায় সোহেলের পরিচালিত এফবিবিআই ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

সোহেল ওই এলাকার মৃত নওশা মিয়া চেয়ারম্যানের ছেলে এবং ইনভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

জানা গেছে, মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার রেললাইনের উত্তর পাশে পাহাড়ের মাটি কেটে জামালের দোকান এলাকার এফবিবিআই ব্রিক ফিল্ডে নেওয়া হয়।

অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে হাতেনাতে প্রমান পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করেন। একই সাথে সাথে অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার জন্য তৈরিকৃত রাস্তাটিও বন্ধ করেন।

অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। তিনি জানান, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এফবিবি আই ব্রিক ফিল্ডকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর