chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেক এন ফাস্টের ফ্যাক্টরিতে অভিযান, জরিমানা ৪ লাখ

চট্টগ্রামের চান্দগাও থানার বাহির সিগনাল এলাকায় বেক এন ফাস্টের মূল ফ্যাক্টরিতে অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় বিভিন্ন অপরাধের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান চালিয়ে জানা যায়,ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের মিস্টি ও বিস্কুট তৈরি করতে দেখা যায়। ফ্যাক্টরি থেকে মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর কাপড়ের রঙ উদ্ধার করা হয়।  পাশাপাশি ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ গুড়া দুধ, কাস্টার্ড পাউডার এবং ডালডা ব্যবহার করতে দেখা যায়।

এছাড়া বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই বিস্কুটের প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখা গেছে। এসকল অপরাধে বেক এন ফাস্টের মালিক জনাব রফিউজ্জামান চৌধুরী পিন্টুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, খাদ্যে ভেজাল মেশানো বা ক্ষতিকর রঙ মেশানো চরম অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান আরো জোরদার করা হবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই চট্টগ্রাম এর ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুল এবং চান্দগাঁও থানা পুলিশ।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর