chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে অভিযানে জাল জব্দ

কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৫ ধারায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত বঙ্গোপসাগর এবং আকমল আলী ঘাট, উত্তর ও দক্ষিণ কাট্টলী ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে একটি নৌকা,  ১০টি বিহিন্দি জাল, ১৫টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

জানতে চাইলে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, জেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড সদস্যদের সহায়তায় কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বেশকিছু জাল জব্দ করা হয়। এছাড়াও আকমল আলী ঘাট, উত্তর কাট্টলী ঘাট, দক্ষিণ কাট্টলী ঘাটে অভিযান চালানো হয়। এসময় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

এদিকে নগরের বেপারি পাড়া এলাকায় জেলা প্রশাসনের আরও একটি অভিযান পরিচালিত হচ্ছে।

 

আরকে/ চখ

এই বিভাগের আরও খবর