chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সর্বনিম্ন পর্যায়ে  যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক : রাশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। শুক্রবার এমন মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ।

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে কিয়েভের জন্য আরও আড়াইশ’ কোটি ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বৃহস্পতিবার ঘোষিত এই প্যাকেজে স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য যতগুলো প্যাকেজ ঘোষণা করেছে তার মধ্যে এই প্যাকেজটি দ্বিতীয় বৃহত্তম।

ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের অর্ধেক সময় এরইমধ্যে অতিক্রান্ত হয়েছে। এখন আর এই সম্পর্ক উন্নয়নের কোনও আশা নেই।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পেন্টাগন জানিয়েছে, নতুন প্যাকেজে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া যান, ৫৯টি ব্যাডলি ফাইটিং বাহন অন্তর্ভুক্ত থাকবে। এর আগের প্যাকেজে ৫০টি ব্যাডলি অন্তর্ভুক্ত ছিল।

 

সাআ / চখ

 

এই বিভাগের আরও খবর