chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সারাদেশে ৪৫টি চক্ষু কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের জেলার পেকুয়াসহ দ্বিতীয় পর্যায়ে দেশের ৪৫টি চক্ষু সেবা কেন্দ্র কমিউনিটি ভিশন সেন্টারের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ বুধবার সকালে গণভবন প্রান্ত থেকে যোগ দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব চক্ষু সেবা কেন্দ্রের উদ্বোধন করেন ৷

এসময় মাননীয় প্রধানমন্ত্রী ৪টি উপজেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সংযুক্ত ছিলেন।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের শুভ উদ্বোধন করেন।

এসময় পেকুয়া প্রান্তে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান, চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি, জেলা সিভিল সার্জন মাহাবুব উর রহমান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিক আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন মাজেদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলেন। তাদের কথা শুনেন। উপকার ভোগীরা এসময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার জেলা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, আমরা কি পেলাম সেটা বড় কথা নয় আমরা মানুষের জন্য কাজ করি যাচ্ছি কাজ করে যাবো। কক্সবাজারে আমরা আরো অনেক কাজ করবো। তিনি পেকুয়াবাসীসহ কক্সবাজারের মানুষের প্রতি শুভেচ্ছা জানান।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর