chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি তৃতীয় ধাপে এই কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন। এছাড়া তিনি ১ কোটি ৫৭ লাখ টাকায় নির্মিত বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও উদ্বোধন করেন।

উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী দিপালী দেব নামে এক রোগীর সাথে কথা বলেন। এসময় রোগী দিপালী দে চিকিৎসার অভাবে তার স্বামীর চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা জানালে তার স্বামীর চিকিৎসার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব আরিফ হোসেন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ, চমেক হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান তাসনুয়া তানজিন, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলি, পৌর মেয়র এসএম তোফায়েল বিন হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর