chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হরিজন সম্প্রদায়ের পাশে সিএমপি কমিশনার

নিম্ন ও অসহায় মানুষের পর এবার সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র হরিজন সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। 

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা সংলগ্ন বান্ডেল রোডের কলোনীতে এক অনুষ্ঠানে এসব শীত বস্ত্র  বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়  এসব শীত বস্ত্র তুলে দেন।

এসময় তিনি বলেন, প্রচণ্ড শীতে অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। এই কনকনে শীতে অসহায় মানুষের কথা চিন্তা করে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় সিএমপি কমিশনার অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে সমাজের  ধনাঢ্য ও বিত্তবানদের আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন. এম নাসিরুদ্দিন, সিটি করপোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্তসহ ও পুলিশের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরকে/ চখ

এই বিভাগের আরও খবর