chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে মাদক মামলায় এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (১৫ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়া এ রায় ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ। তিনি বলেন, নগরীর নিউমার্কেট এলাকা থেকে ইয়াবা জব্দের মামলায় একমাত্র আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. নুরনবী হাওলাদার (৪৩) পিরোজপুর নাজিরপুর মিঠারকুল ঝনঝনিয়া এলাকার বাসিন্দা আবু বক্কর হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ৬ ডিসেম্বর নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট ফুলকলির সামনে থেকে ২শ পিস ইয়াবাসহ নুর নবীকে আটক করা হয়।

এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম গোয়েন্দা অঞ্চলের উপ-পরিদর্শক মো. আবুল হোসাইন কোতোয়ালী থানায় বাদী হয়ে মামলা করেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি নূরনবী হাওলাদারকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ মামলায় ৩ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দিলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর