chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সড়ক-ফুটপাত দখলে, জরিমানা খেল ৯ ব্যবসায়ী

সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে ছয় হোটেল মালিকসহ ৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) নগরের এ কে খান মোড় হতে অলংকার মোড় পর্যন্ত চসিকের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়েছে। চসিকের নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা অভিযানের নেতৃত্বে দেন।

তিনি বলেন , নগরীর বেশ কিছু এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অনেকেই  ব্যবসা করছে আসছেন। এরকম তথ্যের খবর পেয়ে আমরা নগরীর এ কে খান মোড় হতে অলংকার মোড় পর্যন্ত অভিযান চালায়।

তিনি আরও বলেন , অভিযানে রাস্তা ও ফুটপাত দখল এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব  এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

 

সাআ / চখ

এই বিভাগের আরও খবর