chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আকবরশাহ পাহাড় কাটার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা

চটগ্রামে আকবরশাহ থানা এলাকায় পাহাড় কাটার অভিযোগে দুজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১১ টায় লেকসিট সালামতুল্লাহ বাইলেন এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটার অভিযোগে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেন সহকারী কমিশানার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ফয়েসলেক  এলাকার পাহাড় কাটার প্রামাণ পাওয়া যায়। অভিযান পাহাড় কাটার সাথে সম্পৃক্ত ব্যাক্তিগণ পালিয়ে যায়। রেকর্ড অনুযায়ী টিলা শ্রেনির জায়গাটি ইয়াসিন উল্লাহ রাশেদ নামে একজন মালিক এবং জায়গাটির বায়না মূলে স্বপন কুমার ভট্টাচার্য। পাহাড় কাটার বিষয়ে দুজনের সম্পৃক্ততা পাওয়া যায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক পরিবেশ আইনে মামলা করার প্রক্রিয়া চলমান।

অপর এক অভিযানে আকবরশাহ এলাকার লেকসিটি এলাকায় ১৭৮ দাগে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়।এ টিলাতে এই দাগে ৮.৬০ একর জায়গা এবং অনেকের মালিকানা রয়েছে।উক্ত জায়গার মালিকানা বিষয়ে উপস্থিত মানুষকে জিজ্ঞাসা করলে কেউ মালিকানা স্বীকার করেনি। এতে তদন্তপূর্বক মালিকানা চিনহিত করে পরিবেশ আইনে মামলা করা হবে।

পাশাপাশি লিংক রোডে এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির পাহাড় কেটে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর