chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেনী থেকে চট্টগ্রামে আসছিল মাদক, ধরলো র‌্যাব

ফেনীতে থেকে চট্টগ্রামে মাদব পাচারের সময় ২৯৭ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা এবং বিদেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সোমবার (১৯ ডিসেম্বর) দুপরে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর সংলগ্ন একটি ফিলিং স্টেশন থেকে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে মো. ইমাম হোসেন (৩৬), মৃত লালু মিয়ার ছেলে মো. আল-আমিন (২৮), মো. আলী হোসেনের ছেলে মো. বশির আহম্মেদ (৩৫) ও তৈয়ব আলীর ছেলে ইসরাফিল হোসেন ওরফে টারজান (২৬)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, আটক ব্যবসায়ীরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভন্ন অঞ্চলে সরবরাহ করতো। গতকাল এমন একটি চালান পাচারের সময় র‌্যাবের একটি টিম ফেনীর জেলার ফতেপুরের এলাকায় যায়। ওই সময় মাদক ব্যবসায়ীরা গাড়িতে ওঠার জন্য অবস্থান করছিল। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া যায়।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর