chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাকা-চট্টগ্রাম সড়কে সাত লাখ টাকার সেগুন কাঠসহ কাভার্ডভ্যান জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে  অংশে তিন কিলোমিটার পিছু ধাওয়া করে সাত লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ আটক করেছে ফৌজদারহাট সামাজিক বন বিভাগ।

এ সময় চালক ও তার সহকারী পালিয়ে গেলেও কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করেন তারা।

আজ রোববার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারআউলিয়া এলাকা থেকে অবৈধ কাঠ বোঝাই ট্রাকটি আটক করা হয়।

ফোজদারহাট সামাজিক বন বিভাগের স্টেশন কর্মকর্তা মোঃ খসরুল আমিন বলেন,চট্টগ্রাম সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর দেওয়া তথ্যের মাধ্যমে অবৈধ কাঠ পাচারের বিষয়টি অবহিত হন তারা।

তথ্যনুসারে তারা মহাসড়কের ফৌজদারহাট এলাকায় ঢাকামুখী সড়কে চেকপোস্ট বসিয়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানে তল্লাশি চালান। তল্লাশিকালে ঢাকামুখী কাঠ বোঝাই একটি কাভার্ডভ্যানকে থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় তারা কাভার্ড ভ্যানটিকে প্রায় তিন কিলোমিটার পিছু ধাওয়া করার পর বারআউলিয়া এলাকায় মহাসড়কের পাশে গাড়িটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে অবৈধ সেগুন কাঠ সহ কাভার্ডভ্যানটি জব্দ করের তারা। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর