chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ককটেল বিস্ফোরণে আহত ১০,পঙ্গু হাসপাতালে ওসি

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ রবিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ওসিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে নেওয়া হয় মাদারীপুর সদর হাসপাতালে। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে।

এতে দুজনের কর্মী-সমর্থকদের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে রবিবার সকালে ফাঁসিয়াতলা এলাকায় দুপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় উভয়পক্ষের লোকজন বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে আহত হন ওসি শামীম হোসেন, এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের আরো আটজন। আহত ওসিকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওসিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠান চিকিৎসক।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর