chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের ভাষায় এবার সিনেমা

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অনেক নাটক- গান হয়েছে। এবার সিনেমা হলো, নাম দেওয়া হয়েছে  ‘মেড ইন চিটাগং’।

রিয়াদ বিন মাহমুদের রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় রূপকথা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত রবি বিঞ্জের সিনেমা ‘মেড ইন চিটাগং’। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। অন্যান্য চরিত্রে চিত্রলেখা গুহ, সাজু খাদেম, মুকিত জাকারিয়া, নাসির উদ্দিন খান প্রমুখ। শুটিং হয়েছে চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন লোকেশনে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দুটি গান থাকছে সিনেমায়। গান দুটি তৈরি করেছেন পার্থ বড়ুয়া।

পার্থ বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামের ভাষায় একটি নাটক করেছিলাম আমরা। দারুণ জনপ্রিয় হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই আমরা বড় ক্যানভাসে কিছু করার পরিকল্পনা করি। আমাদের বিশ্বাস, অনেকগুলো দিক থেকে কাজটি নতুনত্ব ও ভিন্নতা দেবে দর্শকদের।’

প্রযোজনা প্রতিষ্ঠান রূপকথা প্রোডাকশনসের কর্ণধার এনামুল কবির সুজন জানিয়েছেন, সাজু খাদেম ছাড়া এই সিনেমার সব কলা-কুশলী চট্টগ্রামের। ১৮ নভেম্বর চট্টগ্রামে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পর্যায়ক্রমে সারা দেশের পাশাপাশি ইউএই, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

নচ/চখ

এই বিভাগের আরও খবর