chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কবরের মাটি খুড়ে আধ্যাত্মিক শক্তি অর্জনের চেষ্টায় আটক এক

নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে কবর খোঁড়ার সময় হাতেনাতে এক তরুণকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিরন্টি বাখরপুর তালতলা গ্রামের আদিবাসী কবরস্থান থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণের নাম উজ্জ্বল টুডু (২০)। তিনি ওই গ্রামের গেদা টুডুর ছেলে।

পুলিশ জানায়, রাতে তালতলী গ্রামের মন্দন সরেন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, রাতের অন্ধকারে তার মায়ের কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কবর খোঁড়ার সময় উজ্জ্বল টুডুকে হাতেনাতে আটক করে।

সাপাহার থানার ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন, ‘এটি লাশ চুরির কোনো ঘটনা নয়। ছেলেটি যেকোনোভাবে শুনেছে যে কবরের মাটি নিয়ে শরীরে মাখলে সে আধ্যাত্মিক শক্তি পাবে। সেই শক্তি অর্জনের জন্যই সে রাতে কবরের মাঝখানে হাঁসুয়া দ্বারা আনুমানিক এক ফিট গভীর করে মাটি নিয়ে আসে। এ বিষয়ে তালামনির ছেলে মন্দন সরেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক উজ্জ্বল টুডুকে আদালতে পাঠানো হয়েছে। ’

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মন্দন সরেনের মা তালামনি সরেন মৃত্যুবরণ করলে তাকে ওই আদিবাসী কবরস্থানে সমাহিত করা হয়।