chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শুক্রবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত, উন্নয়ন ও সংরক্ষণ কাজের জন্য নগরেরর জিইসি, ওয়াসা, কাজীর দেউড়ি, দামপাড়াসহ বেশ কিছু এলাকায় শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা এবং সকাল ৭ টা দুপুর ২ টা পর্যন্ত  সময়ের মধ্যে যে কোনো এক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ  চালু হতে পারে। নিরাপত্তার স্বার্থে সব সময় বিদ্যুৎ লাইন চালু বলে গণ্য হবে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখিত।

 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বিক্রয় ও বিতরণ বিভাগ- স্টেডিয়াম এর আওতাধীন এলাকায়সমূহ এর অন্তর্ভুক্ত হবে।

শুক্রবার, ২৮ অক্টোবর, সকাল ৭টা থেকে দুপুর ১২ টা

বিক্রয় ও বিতরণ বিভাগ- স্টেডিয়াম

এর আওতাধীন  স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এইচ-০৬ নম্বর ফিডারের আওতায় ওয়াসা, দামপাড়া, এমএম আলী রোড, ও আর নিজাম রোড, সেন্ট্রাল প্লাজা, গোল পাহাড় মোড়, পেনিনসুলা, জিইসি সেন্ট্রাল প্লাজা, প্রবর্তক মোড়, আমিরবাগ আবাসিক এলাকা, পাঁচলাইশ আবাসিক এলাকা, বাদশা মিয়া রোড

বিক্রয় ও বিতরণ বিভাগ- স্টেডিয়াম

এর আওতাধীন  স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এইচ-১০ নম্বর ফিডারের আওতায় মেডিকেল কলেজ হাসপাতাল,মেডিকেল কলেজ, পরমাণু বিভাগ, নার্সিং ইনস্টিটিউট

 বিক্রয় ও বিতরণ বিভাগ- স্টেডিয়াম

এর আওতাধীন  স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এইচ-১৪ নম্বর ফিডারের আওতায় এস এস খালেদ রোড, আসকারদীঘি, কাজীর দেউড়ি, নুর মোহাম্মদ রোড, সার্সন রোড, হেমসেন লেন ও এসএম টাওয়ারসহ তৎসংলগ্ন এলাকাসমূহ

বিক্রয় ও বিতরণ বিভাগ- স্টেডিয়াম

এর আওতাধীন  স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এইচ-১৫ নম্বর ফিডারের আওতায় ব্যাটারী গলি, দামপাড়া (আংশিক),মেহেদীবাগ, চট্টশ্বেরী রোড, চকবাজার (আংশিক), জয়নগর (আংশিক), লাল চাদ রোড, চট্টশ্বেরীস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়মহ আশেপাশের এলাকায়সমূহ।

বিক্রয় ও বিতরণ বিভাগ- স্টেডিয়াম

এর আওতাধীন  স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এইচ-২০ নম্বর ফিডারের আওতায় চট্টশ্বেরী রোডম বেভারলী হিল আবাসিক এলাকা, গাজীশাহ লেইন, গোয়াছিভবন, জয়নগর, চকবাজার, লালচান্দ্র রোড

বিক্রয় ও বিতরণ বিভাগ- স্টেডিয়াম

এর আওতাধীন  স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আর ১৩ নম্বর ফিডারের আওতায় রহমতগঞ্জ, জেএমসেন, মিউটাউন, হাজসিং সোসাইটি, কথাকলি গলি, সিঙ্গার গলি, আজাদী গলি, চেরাগী পাহাড়, মোমিন রোড, ডিসি হিল, এনায়েত বাজার মহিলা কলেজ, নন্দনকানন-০১.০২.০৩ নম্বর রোড, বোনস ব্রাদার্স তৎসংলগ্ন এলাকাসমূহ।

বিক্রয় ও বিতরণ বিভাগ- স্টেডিয়াম

এর আওতাধীন বাকলিয়া গ্রীড উপকেন্দ্রের ৩৩/১১ কেভি বাকলিয়া-রহমতগঞ্জ ফিডার। উল্লেখ্য, স্টেডিয়াম- রহমতগঞ্জ ব্যাকআপ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নেওয়া হবে।

বিক্রয় ও বিতরণ বিভাগ- স্টেডিয়াম

এর আওতাধীন রহমতগঞ্জ  গ্রীড উপকেন্দ্রের ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আর-০৩ পাথরঘাটা নম্বর ফিডারের আওতায় রহমতগঞ্জ, গুড সাহেব রোড, চন্দনপুরা, সিরাজদ্দৌলা রোড (আংশিক), আয়েশা খাতুন লেইন, গুলজার স্কুল, প্যারেড কর্নার (আংশিক), গুলজার স্কুল. টি আলী লেইন, দানা বাপের বাড়ি এলাকাসমূহ।

 

আরকে/নচ

এই বিভাগের আরও খবর