chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জুনিয়র মিডওয়াইফারী ২১ তম ব্যাচের নবীন বরণ

চট্টগ্রাম সিটি করপোরেশন মিডওয়াইফারী ইনস্টিটিউট এর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষের উদ্বোধন ও জুনিয়র মিডওয়াইফারী ২১ তম ব্যাচের নবীন বরণ ও ক্যাপ সিরোমনি আজ চট্টগ্রাম সিটি করপোরেশন কে বি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম সিটি করপোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম নার্সিং ইনস্টিটিউটের এর অধ্যক্ষ রাধু মুহুরী, উপাধ্যক্ষ বাসন্তী রায়, কনসালটেন্ট ডাক্তার প্রীতি বড়ুয়া, মেমন হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শিলা রানী দে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তোমরা মানবতার সেবা করবে। তোমাদের সম্মান সবার উর্ধে। তোমরাই মানবসেবার মত মহান কাজ করার সুযোগ পাচ্ছ। তোমাদের ভবিষ্যতে সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

সভাপতির বক্তব্যে সিটি করপোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরী বলেন, ২০২০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন এর স্বাস্থ্য সেবায় অভাবনীয় শাফল্য বয়ে আনছে। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এ সাফল্য ধরে রাখতে চাই। আঠারো মাস ব্যাপী মিডওয়াইফারী প্রশিক্ষণ সম্পন্ন করেছে ৭০ জন। তিন বছর মেয়াদি মিডওয়াইফারী প্রশিক্ষণে ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর