chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পরীক্ষার প্রথমদিনেই অনুপস্থিত মিরসরাইয়ের ৬৯ শিক্ষার্থী

সারাদেশের ন্যায় চট্টগ্রামের মিরসরাইতেও আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায। বাংলা প্রথমপত্র ও কুরআন মজিদ ও তাজবী পরিক্ষার মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

অনুষ্ঠিত এ পরীক্ষার রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দেয়নি মিরসরাইয়ের ৬৯ পরীক্ষার্থী। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার মিরসরাই উপজেলার ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬ হাজার ৪শ’৭৯ জন পরীক্ষার্থী রেজিস্টেশন করেন।

তার মধ্যে এসএসসিতে ৫ হাজার ৪শ ৬৮ জন, দাখিলে ৯০৭, কারিগরি ও ভোকেশনালে ১০৪ জন। তবে পরীক্ষার প্রথমদিনেই ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, উপজেলার ৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় বাংলা প্রথমপত্র ৫৩ জন, দাখিলে কুরআন মজিদ ও তাজবিদে ১৫ ও কারিগরি ও ভোকেশনালে ১ জন সহ মোট ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

প্রথম দিনের পরীক্ষা কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়া অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর