chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে কামারের দায়ের কোপে আহত কৃষক

চট্টগ্রামের মিরসরাইতে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গণেষ কান্তি সেন নামে পঞ্চাশোর্ধ বয়সী এক কৃষককে আহত করার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টম্বর) সকালে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ঠাকুর হাট এলাকায় হামলার ঘটনাটি ঘটে। আহত কৃষক গণেষ কান্তি ওই এলাকার ধনরঞ্জন সেনের ছেলে।

অপর দিকে অভিযুক্ত কামারের নাম রতন কর্মকার। সে একই এলাকার হরি কর্মকারেরর ছেলে। এ ব্যাপারে মিরসরাই থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

আহত গণেষ কান্তি জানায়, একই এলাকার রতন কর্মকারের নারী ঘটিত অপকর্ম দেখে ফেলায় তার উপর ক্ষিপ্ত ছিল। সেই পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে বাড়ির মাঠে খড়ের গাদায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় মাথার দুই পাশ ও কানের লতি কেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানিয় ডাক্তারের সেম্বারে প্রাথমিক চিকিৎসা শেষে মিরসরাই থানায় একটি অভিযোগ করি।

মিরসরাই থানা উপপরিদর্শক (এসআই) গৌর সাহা জানান, আহত গণেষ কান্তির লিখিত অভিযোগ পেয়ে ঘটনার স্থলে উপস্থিত হয়ে মারামারির সত্যাতা পাই। তবে ধারালো অস্ত্রব্যবহারের সত্যতা পাই নাই।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর