chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাসেল-নারিনকে ছাড়াই বিশ্বকাপ দল সাজাল উইন্ডিজ

আগামী মাসে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন মারকুটে ওপেনার এভিন লুইস।

স্কোয়াডে জায়গা হয়নি বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলের।

নাম নেই  সুনিল নারিনেরও। ফ্যাবিয়েন অ্যালেনকেও বিবেচনা করা হয়নি। রাসেল সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনেস বলেন, ‘চলতি বছরের শুরুতে রাসেলের সঙ্গে দেখা করেছিলাম আমরা। এখনও খুশি হতে পারছি না। প্রতিযোগিতায় যেভাবে দেখতে চাই, সেভাবে পারফর্ম করতে পারছে না সে। ’

 

রাসেলের বিকল্প খুঁজছেন হেইনেস, ‘আমি মনে করি, রাসেল যে অবস্থায় আছে, তাকে ছাড়াই এগোতে চাই আমরা। এমন কাউকে খুঁজছি যে ফর্মে আছে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো করছে। ’

একনজরে উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড

নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, এভিন লুইস, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, ইয়ানিক ক্যারিয়াহ, আকিল হোসেইন, ওবেদ ম্যাকয়, জনসন চার্লস, আলজারি জোসেফ, রেমন রেইফার, শেলডন কটরেল, ব্রেন্ডন কিং, ওডিন স্মিথ।

এই বিভাগের আরও খবর