chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়েব সিরিজে ইলিয়ানা ডি’ ক্রুজ

কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি। গত বছর তাঁর সিনেমা ‘দ্য বিগ বুল’ ওটিটিতে মুক্তি পায়। এর পর থেকেই তাঁর নতুন কাজের খবর নেই। তবে ফিরলেন বড় খবর নিয়েই—প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন ইলিয়ানা

 

‘দ্য ফেম গেম’ পরিচালক কারিশমা কোহলির নতুন সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। নারীপ্রধান এই সিরিজের নাম এখনো ঘোষণা করা হয়নি। কেবল ওয়েব সিরিজেই নয়, এটি হতে যাচ্ছে কোনো প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে তাঁর প্রথম অভিনয়। যদিও প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় নিয়ে ইলিয়ানা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

 

নতুন ওয়েব সিরিজ ছাড়াও চলতি বছর আরও দুই সিনেমায় দেখা যাবে ইলিয়ানাকে। তার মধ্যে একটি ‘তেরা কেয়া হোগা লাভলি’। যেখানে তাঁর জুটি রণদীপ হুদা। আরেকটি ‘লাভারস’ যে ছবিতে ইলিয়ানা ছাড়াও আছেন বিদ্যা বালান ও প্রতীক গান্ধী।

 

চখ/সাকা

এই বিভাগের আরও খবর