chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চেক প্রজাতন্ত্রে সরকার, ইইউ ও নেটোবিরোধী বিক্ষোভ

ডেস্ক নিউজঃ দেশের মানুষের সমস্যা বাদ দিয়ে ইউক্রেনের প্রতি বেশি মনোযোগ দেয়ার কারণে চেক প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বক্তব্যের বিরোধিতা না করারও প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ মিছিল থেকে।

গতকাল শনিবার প্রাগের ঐতিহাসিক ওয়েনসেসলাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিক্ষোভকারীরা দেশের জনগণ বাদ দিয়ে ইউক্রেনের প্রতি বেশি মনোযোগ দেয়ার জন্য সরকারকে অভিযুক্ত করেন এবং পেত্রো ফাইলার নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী সরকারের পদত্যাগ দাবি করেন। বর্তমান সরকার গত ডিসেম্বর মাসে ক্ষমতায় এসেছে।

মূল্যস্ফীতি ও জ্বালানি-বিদ্যুতের দামবৃদ্ধি মোকাবেলায় সরকার নিস্ক্রিয়, বিরোধীদের এমন অভিযোগের মধ্যে হওয়া অনাস্থা ভোটে সরকার উৎরে যাওয়ার একদিন পর শনিবার ওয়েনসেসলেস চত্বরে এই বিশাল বিক্ষোভ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিক্ষোভকারীরা বলেন, চেক প্রজাতন্ত্রের উচিত ছিল ইউক্রেন ইস্যুতে সামরিকভাবে নিরপেক্ষ থাকা। এছাড়া, বিক্ষোভকারীরা গ্যাসের সঙ্কট সমাধানের জন্য সরাসরি রাশিয়ার সাথে যোগাযোগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর