chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডায়রিয়ার প্রকোপ বাড়ছে চট্টগ্রামে

ডেস্ক নিউজঃ  চট্টগ্রামে ডায়রিয়া রোগীর প্রকোপ বাড়ছে হঠাৎ করেই। কলেরার জীবাণু পাওয়া যাচ্ছে আক্রান্ত অনেকের শরীরে । ৬৩ জন আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে ।

শনিবার (২০ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইডি) হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালে বর্তমানে ৪০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত পাঁচদিনে ২৩৪ জন হাসপাতালে ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন । তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৩ জন। আক্রান্ত রোগীর বেশিরভাগই এসেছে কাট্টলি, সাগরিকা, কর্ণেলহাট, ইপিজেড, হালিশহর এলাকা থেকে।

প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ জানান, বিগত কয়েকদিনে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ছে। পানিশূন্যতা নিয়ে বেশিরভাগ রোগীরা এসেছেন কাট্টলি সহ আশেপাশের এলাকা থেকে। তাদের অনেকের শরীরে কলেরার জীবাণুও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। এছাড়াও, গরমের কারণে অতিরিক্ত পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে। এ অবস্থায় পানি ফুটিয়ে পান করার পাশাপাশি খোলা খাবারসহ ফুটপাতের তৈরি পানিয় পান করা থেকে বিরত থাকা উচিত।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, চট্টগ্রামের ১৪ উপজেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ জন। তার মধ্যে সবচেয়ে বেশি পটিয়া উপজেলায় ১১ জন, বাঁশখালী উপজেলায় ৮ জন, রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা ৭ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৬৭ জন রোগী।

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বাসি-পচা খাবার খেলেও ডায়রিয়া হতে পারে। এছাড়া পানির মাধ্যমে ডায়রিয়ার জীবাণু বেশি ছড়িয়ে থাকে। সবচেয়ে বেশি নিরাপদ পানি ফুটিয়ে পান করা।তিনি আরও বলেন, প্রতি বছরের এপ্রিল থেকে জুন মাসে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির পাওয়ার আগাম সতর্কতার অংশ হিসেবে ১৫টি উপজেলায় ২৮৪টি মেডিক্যাল টিম রয়েছে বলেও জানান তিনি।

 

-আইএইচ/চখ

এই বিভাগের আরও খবর