chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া

চট্টলা ডেস্ক : অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএমকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আলী মিয়া ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

মোহাম্মদ আলী মিয়া ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। এর আগে সিআইডির প্রধানের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বর্তমানে অবসরে গেছেন।

ব্যারিস্টার মাহবুবুর রহমান ২০২১ সালের জুলাইয়ে অবসরের কথা থাকলেও তার চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছিল সরকার। তিনি অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।

পদটি শূন্য থাকায় কে হবেন পরবর্তী সিআইডি প্রধান- তা নিয়ে গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে পদটিতে নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মোহাম্মদ আলী মিয়া।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর