chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড় কাটার খবরে অভিযান: এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

চট্টলা ডেস্ক : লোহাগাড়ায় বিশাল পাহাড় কাটার গোপন খবরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। পাহাড় কাটার হাতে নাতে প্রমাণ পাওয়ায় কামরুল (৩৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহর নের্তৃত্বে আজ সোমবার (১ আগস্ট) বিকেলে উপজেলার চুনতি ফোর সিজন হোটেলের পশ্চিম পার্শ্বে এ অভিযান পরিচালিত হয়।

সত্যতা নিশ্চিত করে ভবিষ্যতে পাহাড় না কাটার জন্য ওই ব্যক্তিকে সতর্ক করা হয়েছে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে অংশগ্রহণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর