chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে এবার অভিনেতার ‘আত্মহত্যা’

ডেস্ক নিউজ: ভারতীয় মডেল ও অভিনয়শিল্পীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে।  এবার সেই তালিকায় মালায়লাম ইন্ডাস্ট্রির এক অভিনেতার মরদেহ উদ্ধার করেছে কেরালা পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) তার নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এই অভিনেতার মৃতদেহ। তার নাম সারথ চন্দ্রন (৩৭)। তিনি কেরালার কক্কড়ে থাকতেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এ অভিনেতা আত্মহত্যা করেছেন। কারণ অভিনেতার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।  সেখানে সারথ লিখে গেছেন— ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

তবে কী কারণে সারথ আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, তার কারণ জানাতে পারেনি পুলিশ।

তবে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অবসাদের কারণে সারথ এ পথ বেছে নিয়েছেন বলে ধারণা পুলিশের।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই সারথ অবসাদে ভুগছিলেন।

এদিকে সারথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালাম ছবির দুনিয়ায়।  তার আত্মহত্যার খবরে কার্যত হতবাক ইন্ডাস্ট্রির অনেকেই।

প্রসঙ্গত, কয়েকটি মালায়লাম সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সারথ চন্দ্রন। এর মধ্যে রয়েছে ‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো জনপ্রিয় সিনেমা।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর