chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় মাইক্রোকে ট্রেনের ধাক্কায় নিহত কমপক্ষে ১২ জন

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১২ পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেন। ট্রেনটি মাইক্রোটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কি.মি সামনে নিয়ে যায়। ট্রেনটি বর্তমানে মিরসরাইয়ে আটকে আছে বলে ট্রেনে থাকা নুরুল আফসার জুয়েল নামে এক যাত্রী জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসের সবাই খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

নিহতের সংখ্যা কমপক্ষে ১২ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের সবার বয়স ২০-৩০ এর মধ্যে হতে পারে।

No description available.

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সাথে প্রভাতি ট্রেনের সংঘর্ষে অন্তত ৮ থেকে ১৯ জন নিহত হয়েছে শুনেছি।

বিস্তারিত আসছে…

এই বিভাগের আরও খবর