chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় পাস করলেও মৌখিকে এসে ধরা!

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে জেলা প্রশাসনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৌখিক পরীক্ষা দিতে এসে মুজিবুর রহমান নামে এক পরীক্ষার্থীকে আটক করছে অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি)।

সোমবার (২৫ জুলাই দুপুরে) জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীকে আটক করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আবু রায়হান দোলন।ভাইভা বোর্ডে তার হাতের লেখা মিলিয়ে দেখার সময় তার লেখার সাথে পরীক্ষার লেখার মিল না থাকায় সন্দেহ হওয়ায় তাকে আটক এর নির্দেশ দেন।

আটক মুজিবুর রহমানের (৩০) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায়।

গত কয়েকদিন ধরে প্রতিদিন ১০০ জন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। সোমবার মুজিবুর মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন। এ সময় তার হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষাপত্রের লেখা মেলানো হয়। লেখা মিল না থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজারের পেকুয়ার মানিক নামে তার এক বন্ধুর মাধ্যমে পাঁচ লাখ টাকায় একজনকে ভাড়া করে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার কথা স্বীকার করেন।

স্বীকারোক্তির পর মুজিবুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে নিয়মিত মামলা করা হবে বলে জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানিয়েছেন।

জুইম/চখ

এই বিভাগের আরও খবর