chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সহকারী স্টেশন মাষ্টার পদে লিখিত পরীক্ষা আগামী ৬ আগস্ট’

প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম মহানগরী এলাকায় বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাষ্টার পদে লিখিত পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আট বিভাগ সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বিভাগে। এ বিভাগে মোট পরীক্ষার্থী ৬২ হাজার ২২৯ জন। চট্টগ্রামে ৫৬ হাজার ৩৫৬, জন পরীক্ষার্থী ।

রেলওয়ে সূত্র জানানো হয়, নগরীর এবার ৪৬ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ,চট্টগ্রাম , মহিলা কলেজ , এনায়েত বাজার , চট্টগ্রাম , চট্টগ্রাম সিটি কর্পোঃ মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ , চট্টগ্রাম , সরকারী মুসলিম হাই স্কুল , চট্টগ্রাম রেলওয়ে পাবলিক হাই স্কুল , পলোগ্রাউন্ড , অর্পণা চরণ সিটি কর্পোঃ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ , নন্দনকানন , চিটাগাং আইডিয়াল হাই স্কুল , জামালখান ,বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় , চট্টগ্রাম কলেজ , চট্টগ্রাম , সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ , চট্টগ্রাম , বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ , চট্টগ্রাম ,কাজেম আলী স্কুল এন্ড কলেজ , চট্টগ্রাম , সরকারি সিটি কলেজ , চট্টগ্রাম , সরকারি কমার্স কলেজ , চট্টগ্রাম , কলেজিয়েট স্কুল , চট্টগ্রাম , ইসলামিয়া ডিগ্রী কলেজ , চট্টগ্রাম , সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় , চট্টগ্রাম , রহমানিয়া উচ্চ বিদ্যালয় , অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় , ওমরগণি এমইএস কলেজ , চট্টগ্রাম , সরকারি মহিলা কলেজ , চট্টগ্রাম , চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট , চট্টগ্রাম , নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয় , চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় , নাসিরাবাদ , চট্টগ্রাম , পাহাড়তলী ডিগ্রী কলেজ , পাহাড়তলী , চট্টগ্রাম , আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় ( বালক শাখা ) , পাহাড়তলী গালর্স স্কুল এন্ড কলেজ , আকবরশাহ , চট্টগ্রাম , সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজ , চট্টগ্রাম , ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় , পাহাড়তলী , চট্টগ্রাম পাথর ঘাটা সিটি কর্পোরেশন কলেজ , চট্টগ্রাম আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয় ( বালিকা শাখা ) টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয় .আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় , সিডিএ কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ , জালালাবাদ . আগ্রাবাদ মহিলা কলেজ , চট্টগ্রাম . চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজ , আগ্রাবাদ.। চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় । চান্দগাঁও এনএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় , চান্দগাঁও । সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চ বিদ্যালয় , পাথর ঘাটা । মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয় , পাহাড়তলী । হাজী মুহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়। পোস্তারিপাড় আছমাখাতুন সিটি কর্পোরেশন মহিলা কলেজ। এএলখান উচ্চ বিদ্যালয় , চান্দগাঁও। বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয় , আগ্রাবাদ। যোহরা সায়রা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ । কল কাকলী উচ্চ বিদ্যালয় , আগ্রাবাদ ।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও আইন – শৃংখলা রক্ষা করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র সমূহের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্ব পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র , তলোয়ার , বর্শা , বন্দুক , ছোরা , লাঠি , বিস্ফোরক দ্রব্য , ইট – পাথর প্রভৃতি বহন ও ব্যবহার ; মিছিল , সভা – সমাবেশ অনুষ্ঠান , উচ্চস্বরে চিৎকার , হৈচৈ , গান – বাজনা , মাইক্রোফোন , লাউড স্পীকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার , বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা / কর্মচারীবৃন্দ এ নিষেধাজ্ঞার বর্হিভূত থাকবে ।

জূঈম/চখ

এই বিভাগের আরও খবর