chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এইচএসসির চার পরীক্ষায় অনুপস্থিত ৬৯৯ জন পরীক্ষার্থী

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামে পিছিয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা(এইচএসসি)। তবে গত মাসের ২৭ আগষ্ট থেকে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।

আজ ( ১২ সেপ্টেম্বর) সকালে ছিলো পৌরনীতি ও সুশাসন – ১ম পত্র, জীববিজ্ঞান -১ম পত্র, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের পরীক্ষা এবং বিকালে খাদ্য ও পুষ্টি-১ম পত্রের পরীক্ষা। এ দিন পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে মোট ৬৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে আরও জানা যায়- চট্টগ্রাম বোর্ডে তিন পরীক্ষা মোট ৬৯৯ জন অনুপস্থিত ছিলেন। তারমধ্যে চট্টগ্রাম নগরে ৪৮২ জন কক্সবাজারে ১১৩ জন, রাঙ্গামাটিতে ৩০ জন , খাগড়াছড়িতে ৫১ জন এবং বান্দরবানে ২৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রামে এবার ২৭৯টি কলেজ থেকে এক লাখ দুই হাজার ৪৬৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। চট্টগ্রাম মহানগরসহ জেলার মোট পরীক্ষার্থী সংখ্যা ৭২ হাজার ৬২০ জন। কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩২১, রাঙামাটিতে ৫ হাজার ৫৪০, খাগড়াছড়িতে ৭ হাজার ১০৮ জন ও বান্দরবান জেলায় ৩ হাজার ৮৭৯ জন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর