chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসের শঙ্কা, আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আশ্রয় কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। ১৯ টি ১৯টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৩২টি পরিবার আশ্রয় নিয়েছে। এর আগে শনিবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসক মো.মুমিনুর রহমান পাহাড় ধ্বসে ঝুঁকিপূর্ন এলাকা পরিদর্শন করেন।

নগরীর খুলশী, পাহাড়তলী, আকবরশাহ এলাকার ঝিল-১, ২ ও ৩ নম্বর এলাকা, এ.কে খান রোড, বিশ্ব কলোনি, ফিরোজশাহ, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এলাকা, মতিঝর্ণা, বাটালি হিল, জিয়ানগর, রউফাবাদ, শান্তিনগর, ট্যাংকির পাহাড়, মুজিবনগর, আমিন জুট মিলস এলাকা, মধ্যমনগর ও বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংকরোড এলাকায় ধসের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার প্লাবণ কুমার বিশ্বাস জানান, আগ্রাবাদ, বাকলিয়া, কাট্টলী ও চান্দগাঁও সার্কেলে ১৯ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় থেকে সরে আসতে এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে আমাদের সেচ্ছাসেবীরা রয়েছে।

প্রসঙ্গত শুক্রবার দিবাগত রাত ১টায় আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর