chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জমির বিরোধে সৎ ভাগিনার হাতে মামা খুন

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পাঁচলাইশে সৎ ভাগিনার হাতে মামা খুনের ঘটনায় পলাতক ভাগিনাকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার (১৭ জুন) রাতে পাঁচলাইশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ভাগিনার নাম- সাইফুল ইসলাম ওরাফো বাদশা (৩৫)। তার গ্রামের বাড়ি হাটহাজারীর উপজেলার বুলবুলি পাড়ায়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার চট্টলার খবরকে বলেন, নিহত ভিকটিম মুছা মিয়া পেশায় একজন সিএনজি চালক ছিলেন। মুছা মিয়া এবং তার সৎ ভাগিনার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত ব্যাপারে বিরোধ চলছিলো। এ সংক্রান্ত ব্যাপারে মুছা মিয়ার সৎ ভাগিনা আগে একটি মামলা করেন। সেই মামলায় মুছা মিয়া ছয়মাস কারাবাস করেন। গত ৮ মার্চ সে জামিনে বেরিয়ে আসেন। বাড়ি আসার পর থেকে তার সৎ ভাগিনা শাহজাহান ও তার ভাইয়েরা মুছা মিয়াকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। গত ১৯ এপ্রিল রাতে সিএনজি চালিয়ে বাড়ী ফিরলে তার পথ গতিরোধ করে ধারালো দা ও কিরিচ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর