chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পশ্চিমারা ইউক্রেনকে সমঝোতায় আসতে দিচ্ছে না: রাশিয়া

ডেস্ক নিউজ: ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতায় বসতে দিচ্ছে না পশ্চিমা দেশগুলো এমনটা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ।

শনিবার (৪ জুন) তিনি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দোষারোপ করেন। খবর আনাদোলুর।

এ সময় সেরগেই ল্যাভরভ আরও বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমা দেশগুলোই। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিচ্ছে।

দুই মাস আগেই রাশিয়ার সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছিল ইউক্রেন, কিন্তু এখন পশ্চিমাদের প্ররোচনায় পড়ে তারা ভিন্ন কথা বলছে।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর