chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: যা বলেলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

ডেস্ক নিউজ: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা পরিদর্শনে এসেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, হাইড্রোজেন পার অক্সাইড থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

শনিবার (০৫ জুন) সকালে গণমাধ্যমে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ডিপো কর্তৃপক্ষের ভুল তথ্যে কারণেও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চট্টগ্রামের ইউনিটগুলোর পাশাপাশি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকেও সর্বমোট ২৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।

এদিকে এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিন

এছাড়া আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন বাংলাদেশ সরকার প্রধান। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান ।

এই বিভাগের আরও খবর